প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
দেলদুয়ারে শারদীয়  দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
    
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে  বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ারে   উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে  হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা শাখার আমির মাওলানা মুফতি  আল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর - দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এ কে এম আঃ হামিদ।  মত বিনিময় সভায়  জামায়াতে ইসলামীর  দেলদুয়ার নাগরপুর আসনের নির্বাচন পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল, দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু শান্তি রঞ্জন সোম, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খান সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  মত বিনিময় সভায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও জামায়াতকে  পাশে পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন । মত বিনিময় সভায় বিভিন্ন পূজা মন্ডপের প্রায় ১২০ জন নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com